ঢাকাSunday , 23 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে পরিবারের আয়বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে তিন শতাধিক পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

Mahamudul Hasan Babu
February 23, 2025 10:27 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পরিবারের আয়বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর কর্ম এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে বিরল এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর কর্ম এলাকায় ৩২৫ টি পরিবারের মাঝে অর্থ নৈতিক উন্নয়নের জন্য প্রতিপরিবার কে ১৮ হাজার টাকা করে মোট ৫ লাখ ৮৫ হাজার টাকা নগদ ও বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
বিরল এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডঃ কাজী মাহবুবুর রহমানসহ দিনাজপুর ও বিরল এপি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বিরল এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস জানান, বিকাশের মাধ্যমে পাঠানো আর্থিক সহায়তা দিয়ে পরিবারগুলি গবাদী পশু ক্রয় করবে। ওই গবাদি পশু লালন-পালন করে নিজ নিজ পরিবারের অর্থ নৈতিক উন্নয়ন সাধনসহ শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করবে।