ঢাকাMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত

Mahamudul Hasan Babu
March 10, 2025 1:27 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশ গ্রহনে মহড়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভানিল ঋতু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরও রেড ক্রিসেন্ট সোসাইটির আব্দুল্লাহ আল নুর।

মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।