রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল মঙ্গলবার ৩ মার্চ আলাইপুর শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রূপসা উপজেলা শাখার আমীর মাওলানা লবীবুল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা জামায়াতের তরবিয়াত সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর ফকির, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ নাসিম সরদার, সহসভাপতি মোঃ জাহিদুল ইসলাম, নাজমুল হুদা বাপ্পি। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওলিয়ার রহমান পাইকের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলদারুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন মাওলানা জামশেদ হুসাইন, মাওলানা আল আমিন,সোহেল ফকির, কামাল উদ্দীন, মোঃ হাফিজুর রহমান, মোস্তাক আহমেদ সরদার, মোঃ হেদায়েত শেখ আঃ হামিদ বিশ্বাস, মারুফ খান, রবিউল ইসলাম জনি, শিবির নেতা ফয়সাল সরদার, আব্দুল্লাহ শিকদার, তানিমুল ইসলাম প্রমুখ।