আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর বড় বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স মেজবা স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স পংকজ স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের সঠিক মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।