ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইতালির সালের্নো: পাহাড়-সাগরের মোহনীয় মিলনে পর্যটনের স্বর্গরাজ্য

Mahamudul Hasan Babu
July 17, 2025 3:41 pm
Link Copied!

জাহিদ হাসান, ইতালি থেকে:ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অপূর্ব শহর সালের্নো, যেটি পর্যটকদের কাছে এক অসাধারণ গন্তব্য। পাহাড়, সাগর আর নান্দনিক সংস্কৃতির চমৎকার মেলবন্ধন যেন এখানে মিশে গেছে প্রকৃতির ছোঁয়ায়। শহরের উপকূলীয় এই অঞ্চলটি ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়।
সাগরপাড়ে সারি সারি কাঠের দোকান, যেখানে স্থানীয়রা বিক্রি করছেন নিজস্ব হস্তশিল্প, সামুদ্রিক শামুকের অলংকার, চামড়ার পণ্য, হাতে বানানো মোমবাতি এবং নানা ঐতিহ্যবাহী সামগ্রী। এছাড়াও রয়েছে বাংলা ও ইতালিয়ান খাবারের বিভিন্ন স্টল, যা ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করে।
হাঁটার রাস্তার দু’পাশে সাজানো সারি সারি রেস্টুরেন্ট, হোটেল ও ক্যাফে। পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পথঘাট। একদিকে পামগাছের সারি, আর অন্যদিকে সাগরের গর্জন—দুটি মিলে সৃষ্টি করেছে এক অনন্য রোমাঞ্চ।
পাহাড়ের পাদদেশ থেকে সাগর পর্যন্ত বিস্তৃত এই শহরে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে প্রতিটি কোণ। বিকেলের সোনালি আলোয় সাগরপাড়ের দৃশ্য মন ছুঁয়ে যায়। নীল জলরাশির দিকে তাকিয়ে চোখ জুড়িয়ে যায়। গ্রীষ্মের এই সময়ে সাগরের পানিতে নামে অনেকেই—কেউ গোসল করছে আবার কেউ রোদ পোহাচ্ছে বালুকাবেলায়। এরই মাঝে চলছে মেয়েদের একটি স্থানীয় ফুটবল টুর্নামেন্ট, যার আয়োজন ছিল উৎসবমুখর।
এই শহরের বিশেষ আকর্ষণ শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়—এখানকার মানুষের আতিথেয়তা, জীবনযাপন ও সাংস্কৃতিক পরিবেশও পর্যটকদের মুগ্ধ করে। সন্ধ্যাবেলায় ছোট ছোট কাঠের দোকানগুলোর আলো, পর্যটকদের চলাফেরা আর সমুদ্রের গর্জন একসঙ্গে যেন এক জীবন্ত ক্যানভাস তৈরি করে।
ইতালির মিলান শহর থেকে ঘুরতে আসা এক দম্পতি, আজিজুল ও মেরি বলেন, “সালের্নোতে এসে মনে হলো, প্রকৃতির কোলে আমরা যেন নতুন করে জীবনকে অনুভব করলাম। সাগরের নীল জলরাশি আর পাহাড়ের সবুজ গর্জন একসাথে এতটা মন ছুঁয়ে যাবে, তা কল্পনাও করিনি। এই জায়গাটা শুধু নয়নাভিরামই নয়, বরং আত্মার প্রশান্তিও দেয়। আমরা দুজনে সাগরের পানিতে পা ভিজিয়ে অনেকক্ষণ হেঁটেছি, যা ছিল এক অনন্য অভিজ্ঞতা। আসলে ভালো লাগার কারণেই এর আগেও আমরা কয়েকবার এসেছি, আর এবারেও মনের টানেই আবার ফিরে এলাম।”
এই প্রতিবেদক সরাসরি সালের্নো ঘুরে দেখে, চোখে দেখে এবং হৃদয়ে ধারণ করেছে শহরটির প্রতিটি স্পন্দন। নিঃসন্দেহে, ইউরোপ ঘুরতে ইচ্ছুক যে কারো তালিকায় এই শহরটি থাকা উচিত।