চট্টগ্রাম ব্যুরো: পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। সকাল ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অনশনে বসে। এসময় অন্যান্য অনেক শিক্ষার্থীকে তাদের দাবির সাথে সংহতি জানাতে দেখা যায়।
অনশনে বসা ৬ শিক্ষার্থী হলো জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী মো. শুভ হোসেন, সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রশিদ দিনার, তানিম মুশফিক, রিয়াদ, সাইরিব রহমান সুপ্ত। তবে অনশনে বসা শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন তারা। এর আগে কয়েকদিন ধরেই ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলো শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে, ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে, অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে এবং সম্প্রতি ঘটে যাওয়া গুপ্তহামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।