ঢাকাMonday , 17 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী যুব মহিলালীগ নেত্রী মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Mahamudul Hasan Babu
February 17, 2025 2:47 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় রবিবার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুর নেওয়া হয়।

পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১২টা ১৯ মিনিটের সময় সৈয়দা মোনালিসা ইসলামকে আদালতে তোলা হয়। ১২টা ২৪ মিনিটের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক সৈয়দা মোনালিসা ইসলামকে মামলায় আরো জিজ্ঞাসাবাদ এর জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ১২-টা ৩২ মিনিটের সময় বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ১২টা ৫০ মিনিটের সময় কড়া পুলিশি পাহারায় ৬ টা মোনালিসা ইসলামকে প্রিজনভ্যানে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আটক করে ঢাকা থেকে মেহেরপুরে আনা হয়।

বর্তমানে সাবেক জন প্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, তার দুলাভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এবং ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারফরাজ হোসেন মৃদুলকারাগারে বন্দী জীবন যাপন করছেন।