ঢাকাSunday , 26 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর বিএনপির রাজনীতি অপপ্রচারে কলুষিত : আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি ঘিরে বিএনপির দুই গ্রুপে কাদা ছোঁড়াছুঁড়ি

Mahamudul Hasan Babu
October 26, 2025 4:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: আগামী নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনী-২ আসনের রাজনীতিতে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি। সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের সাথে স্থানীয় এক বিএনপি নেতার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র কোন্দল ও নোংরা রাজনীতি প্রকট আকার ধারণ করেছে।

জানা যায়, গাংনী উপজেলা ও এর পার্শ্ববর্তী এলাকার রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটারদের ফেসবুক আইডিগুলোতে বেশ কিছুদিন ধরেই এই ধরনের অপপ্রচারমূলক পোস্ট ও মন্তব্য দেখা যাচ্ছে। একটি পক্ষ বিশেষ করে বিএনপির একটি অংশ তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতাকে কোণঠাসা করতে কৌশলে ছবি ব্যবহার করে নানা ধরনের দুর্গন্ধ ছড়ানো তথ্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি প্রকাশ্যে আসায়, ক্ষমতাসীন দলের সাথে ওই বিএনপি নেতার গোপন আঁতাত রয়েছে—এমন ইঙ্গিত দিয়ে অপপ্রচার চলছে। এতে বিএনপির অভ্যন্তরে থাকা মনোনয়ন প্রত্যাশী অন্য গ্রুপটি এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বী নেতার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

অন্যদিকে, বিএনপি নেতা-কর্মীদের অপর একটি অংশ এই ঘটনাকে সাজানো ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের অভিযোগ, মনোনয়নকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল দলের ঐক্যে ফাটল ধরাতে এবং জনপ্রিয় নেতাকে হেয় করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ও ছবি ব্যবহার করে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

রাজনৈতিক এই কাদা ছোঁড়াছুঁড়ির কারণে স্থানীয় রাজনীতিতে এক ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটার ও রাজনৈতিক সচেতন মহলের মধ্যে চলছে কানাঘুষা। অনেকেই বলছেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা না থাকলে এমন নোংরা অপপ্রচার চলতে থাকে। কেউ কেউ এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠিন বিচার করার দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজে লিপ্ত হতে সাহস না পায়।

গাংনী-২ আসনে যেমন এই পরিস্থিতি, তেমনি পার্শ্ববর্তী মেহেরপুর-১ আসনের ক্ষেত্রেও একই ধরনের কোন্দল ও অপপ্রচারের খবর পাওয়া যাচ্ছে। সার্বিকভাবে, দুটি আসনেই মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক নেতা-কর্মীদের ফেসবুক আইডিগুলো যেন নোংরা ও পচা দুর্গন্ধ ছড়ানোর প্রধান মাধ্যমে পরিণত হয়েছে।

সচেতন মহল মনে করছে, নির্বাচনের আগে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার বন্ধ না হলে, সাধারণ মানুষ রাজনীতি ও নেতা-কর্মীদের প্রতি আস্থা হারাতে পারে, যা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মোটেও শুভ নয়।