মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃক বীমা মৃত্যুদাবি পরিশোধের একটি চেক হস্তান্তর করেছে। বীমা গ্রাহক উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত মালিগাঁও গ্রামের মৃত দিনদার আলী’র মৃত্যু দাবি ১,০৭০০০/-( এক লক্ষ সাত হাজার) টাকার চেক গ্রহণ করেন নমিনি হিসেবে তার সহধর্মিনী মুসলিমা বেগম। বুধবার ( ১২ মার্চ) দুপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ,আটোয়ারী উপজেলা শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন, কোম্পনির এজিএম মোঃ আব্দুল্যাহেল বাকী । এসময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব কুমার রায়, বের্জ মোহন বর্মন, ইউনিট ম্যানেজার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মীবৃন্দ। ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পনির এজিএম আব্দুল্যাহেল বাকী বলেন, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি বীমা মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের একদিনেই দাবী পরিশোধ করা হয় এবং মৃত্যু দাবিসহ অন্যান্য দাবির চেক দ্রুত সময়ে প্রদান করে কোম্পানির সুনাম ও ভাবমূর্তি উজ্জল রেখেছে।