ঢাকাThursday , 13 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Mahamudul Hasan Babu
March 13, 2025 2:09 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।।  দিনাজপুরের বিরল পৌরসভার ৪ নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিরল বাজার জুয়েলের চাতালে এ উপলক্ষে অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী এর সভাপতিত্বে বিরল পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), সহ সভাপতি আসাদুল হক হিরা, ইস্কান্দার হাসান, ওয়াহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রশিদ রাজু, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মোমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হান্নান, শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বিরল কইদিঘী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা মোঃ আব্দুস সালাম।