আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সিভিল সাজর্নের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ,স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তাবায়নে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নবাগত সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ এর সভাপতিত্বে পাউয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন, ডা. ইনজামামুল হক।
আগামী ১৫ মার্চ ১ দিন ব্যাপী এ ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬৭৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ৫২০ জনকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে মোট শিশুর সংখ্যা ৭০ হাজার ১৯৪ জন। ১৮ টি ইউনিয়নে মোট কেন্দ্র ৪৭৫ , কর্মী সংখ্যা থাকবে ৯৫৩ জন।
কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডা. ইনজামামুল হক। এসময় মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সেক্রেটারী মাহবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন ।