মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ১০ হাজার ২ শত ৯৫ জন প্রতিবন্ধী ব্যক্তি সুবিধা ভোগ করতেন। ২০২৪-২০২৫ অর্থ বছরের ১ম কিস্তিতে ভাতাভোগীদের নগদ নম্বরে অর্থ প্রদানের পে-রোল সম্পন্ন হয় ২০ অক্টোবর ২০২৪। পে-রোল সম্পন্ন হওয়ার পর ভাতাভোগীদের মোবাইলে বিগত সমাজ সেবা অফিসের একটি চক্র ভাতা ভোগীদের টাকা কৌশলে নিজেদের চুক্তিনামা মোবাইল একাউন্টে নিয়ে ভাগাভাগি করা হতো।
বর্তমান সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ভাতাভোগীদের টাকা ভাগাভাগির মাধ্যমে আত্মসাতের বিষয়টি নিশ্চিত হন। সেইসাথে অফিসের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে ২৬৪ জন প্রতিবন্ধী ভাতাভোগীর একাউন্ট নম্বর পরিবর্তন করেন বর্তমান অফিসার। এছাড়াও তিনি দ্রুততম সময়ের পীরগঞ্জ থানায় ১০ নভেম্বর ২০২৪ ইং জিডি করেন, যার জিডি নম্বর -৫৮৮। ভুল নম্বর গুলোতে ট্রানজিকশন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং কুচক্রী মহল ভাতাভোগীর পে-রোল সংক্রান্ত তথ্য অধিকার যাচাই বাছাই অন্তে দেখা যায় এরমধ্যে ১৪ জনের পে-রোল প্রদান করা হয় নাই। ৩ জনের ক্ষেত্রে নগদ খোলা না থাকায় টাকা আগেই বাউন্সব্যাক হয়েছে এই তিনটি নম্বর ছিল এবং বাকী ২৪৭ জনের অর্থ নগদ কর্তৃপক্ষ রিটার্ন করেছে নগদ কর্তৃপক্ষ। বিগত সমাজসেবা কর্মকর্তা আরিফুরের ব্যাবহৃত ৩টি নম্বরে এমআইএম সফটওয়্যারে ত্রুটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায় উক্ত কর্মকর্তার সাথে তার শহর সমাজসেবা কার্যালয় রংপুর অফিসেরিকিছু স্টাফের সাথে মত্রুতার জের ধরে অফিসারকে বেকায়দায় ফেনানোর জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো এমআইএম সফটওয়ারের আইডি পাসওয়ার্ড চুরি করে সন্নিবেশিত করেছে বলে জানা যায়। বিষয়গুলো নিয়ে আরো সঠিকভাবে অনুসন্ধানের কাজ চলমান রয়েছে বলে বর্তমান সমাজসেবা অফিস সূত্রে জানা যায়।
বিষয়টি নিয়ে কথা হয় বর্তমান সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক এর সাথে তিনি বলেন, উপজেলার অসহায় ব্যক্তিদের সরকার ভাতা প্রদান করতেন আর সেই ভাতার টাকা অফিস চক্রের পকেট ভারি করতেন আমি বিষয়টি জানাতে পেরে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছি বলে তিনি জানান।