এম এ শাহীন, রংপুর: রংপুরের তারাগঞ্জে পুরাতন চৌপতি মন্দির পাড়ায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার পুরাতন চৌপথি ইস্কন মন্দির পাড়ায় হাজী সোনাউল্লাহ গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকাণ্ডে কমপক্ষে ২ কোটি ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গুদাম মালিক।
গুদাম মালিক কর্তৃপক্ষের জানায়, ভোর অনুমান সাড়ে ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে গোডাউনে অগ্নিকান্ড ঘটে। এ সময় গোডাউনের শ্রমিকসহ আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ক্ষতিগ্রস্ত গুদামের মালিক হাজী সোনাউল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আগুনে গুদামে রাখা ২ কোটি ৬০ লাখ টাকার পাটের বেশিরভাগই পুড়ে গেছে।