ঢাকাSaturday , 15 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিএনপি নেতাদের সাথে ইফতার করলেন হত্যা মামলার বৈষম্য বিরোধী আন্দোলনে আসামী

Mahamudul Hasan Babu
March 15, 2025 4:59 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী বিএনপি নেতাদের সাথে ইফতার করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী কি করে বিএনপি নেতা কর্মিদের সাথে বসে ইফতার করে জনমনে এ প্রশ্ন উঠেছে। পুলিশের খাতায় পলাতক আসামী প্রকাশ্যে ইফতার ও দোয়া মাহফিলে সামনের কাতারে অংশগ্রহনে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিএনপি নেতা মরহুম সাঈদ হাওলাদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করে মরহুম সাঈদ হাওলাদার ফাউন্ডেশন। এই আয়োজনের মূল ভূমিকা পালন করেন সাঈদ হাওলাদারের চাচতো ভাই বিএনপি নেতা ও ঠিকাদার লাভলু হাওলাদার। এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে রোমান হত্যা মামলার এজাহারভূক্ত ৮ নং আসামী নতুন শহরের বাসিন্দা শাহআলম চৌকিদারের ছেলে আল আমিন চৌকিদারকে। এই ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশগ্রহণ করে। এ ধরণের একটি অনুষ্ঠানে আল আমিনের অংশগ্রহনের বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে বিএনপি নেতৃবৃন্দের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী কি করে একত্রে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। এছাড়া এ ধরণের একটি অনুষ্ঠানের আয়োজনের সাথেও কিভাবে থাকে এই হত্যা মামলার আসামী। পুলিশের খাতায় পলাতক আসামী কিভাবে প্রকাশ্যে এ ধরণের আয়োজন করে এবং সেখানে নিজের উপস্থিতি জানান দেয়। তাহলে কি বৈষম্য বিরোধী হত্যার আসামীদের গ্রেফতার করতে পুলিশেরও গড়িমসি আছে নাকি পুলিশ, বিএনপি নেতৃবৃন্দ ও আওয়ামী দোষররা মিলেমিশে থাকার চেষ্টা করছে এমন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আল আমিন প্রকাশ্যে এ ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে।
ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক লাভলু হাওলাদার বলেন, আল আমিন আমার গ্রামের বাড়ির পড়শি। সে হিসাবে সে আমার চাচাতো ভাই। তবে তাকে আমরা দাওয়াত দেই নাই। সে কেন এসেছে তাও আমি জানি না। কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ হাওলাদারকে দাওয়াতের দায়িত্ব দিয়ে ছিলাম। সে লোকজন দিয়ে দাওয়াত দিয়েছে। লাভলু আরও বলেন, আল আমিন মূলত বিএনপি করে। ভিলেজ পলিটিক্সের কারণে আল আমিন রোমান হত্যা মামলার আসামী হয়েছে। এটা খোঁজ নিলেই জানা যাবে।
জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, দলের কেউ যদি বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামীকে প্রচ্ছয় দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইফতার পার্টিতে আমি ছিলাম। তবে আল আমিনকে আমি চিনি না। সে যদি হত্যা মামলার আসামী হয় তাহলে সে কিভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমি জানিনা। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামীদের যেন দ্রুত গ্রেফতার করে।
মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বয়ক মো. নেয়ামতউল্লাহ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামী বা ছাত্রলীগ বা আওয়ামী দোষরদের যারা দাওয়াত দেবে বা তাদের নিয়ে অনুষ্ঠান করবে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষের লোক। তাদেরকে ছাড় দেয়া হবে না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আমরা বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামীদের ধরার জন্য চেষ্টা করছি। রোমান হত্যা মামলার আসামী কিভাবে এধরণের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলো বুঝতে পারছিনা। তবে আল আমিনসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।