রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামী উলামা বিভাগের আয়োজনে গতকাল শনিবার ১৫ মার্চ সকাল ১০ টায় এবিসিডিএস হোসেনপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা চত্বরে উলামা মাশায়েখ শমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম। শ্রীফলতলা ইউনিয়ন শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা ফিরোজ হুসাইনের সভাপতিত্বে ও মাওলানা রুহুল আমিনের পরিচালনায় বক্তৃতা করেন অধ্যাপক শাহাদাত হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, এ্যডঃ কামরুল হাসান পলাশ, মাওলানা আমীরুল ইসলাম, মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা মোমতেজুল ইসলাম, মুফতি আলমগীর হাসান, মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুল করিম, মাওলানা মোঃ মুরাদুল ইসলাম, ওলিয়ার রহমান মোড়ল প্রমুখ।