মেহেদী হাসান নাজিম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় জুয়া খেলায় সময় সরঞ্জাম এবং নগদ ৪ হাজার ৭৪০ টাকাসহ ১৩ জুয়ারিকে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের লাঙ্গলগ্রামের পানির সেচ পাম্প ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝলইশালশিরী ইউনিয়ের লাঙ্গলগ্রামের বাসিন্দা শফিকুর ইসলাম, দিনেশ চন্দ্র বর্মন, ময়নুল ইসলাম, কেশব চন্দ্র বর্মন, সুজন ইসলাম, স্বদেশ চন্দ্র, তাপস চন্দ্র বর্মন, রতন চন্দ্র বর্মন, অমল চন্দ্র বর্মন, জয়ন্ত চন্দ্র বর্মন, জুয়েল ইসলাম এবং কামারপাড়া গ্রামের বাসিন্দা অজিত রায়, সবুজ চন্দ্র বর্মন।
জানা যায়, বোদা থানার এসএই সাগর আলী, এসআই বাপী কুমার, এসআই সৈয়দ মামুন হক, এসআই মনজুরুল ইসলাম, এসআই খরশীদ আলম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলগ্রামের বেরো ধান ক্ষেতের পার্শ্বে নির্মিত ঘরে জুয়ার আসর চলাকালীন অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ অর্থ সহ হাতেনাতে ১৩ জনকে আটক করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, এ ঘটনায় আটককৃত ১৩ জনের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।