ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার মাস্টার-এর বিরুদ্ধে রিলিফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় চাল বোঝাই ট্রাক আটক করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ট্রাকসহ চাল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান মনোয়ার মাস্টার সরকারি রিলিফের চাল বস্তা পরিবর্তন করে গোপনে কালোবাজারে বিক্রি করার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চালসহ ট্রাকটি পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার পর থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা-কর্মীরা দফারফার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, তবে জনসাধারণ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “ট্রাকসহ চাল থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “গরিব-দুঃখীদের জন্য দেওয়া সরকারি ত্রাণ যদি এভাবে চুরি হয়, তাহলে আমরা যাব কোথায়?”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কার্যক্রম এবং রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চলছে। এখন দেখার বিষয়, এই ঘটনায় সত্যিই আইনি ব্যবস্থা নেওয়া হয়, নাকি রাজনৈতিক দেন-দরবারে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন।