ঢাকাSunday , 16 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ২২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Mahamudul Hasan Babu
March 16, 2025 3:36 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে ২ হাজার ২০০ পিচ ইয়াবাসহ জাচ্চু শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। রবিবার বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত জাচ্চু ওই গ্রামের মৃত আলেপ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন জাচ্চু। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি টিম টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী জাচ্চুকে ২ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয়রা আরও জানায়, জাচ্চু এক সময় টেকেরহাট বাসস্ট্যান্ডের পাশে গরু হাটের পিছনে সবুজ বোডিং নামে একটি আবাসিক হোটেলের কর্মচারী ছিলেন। ওই হোটেলটি কয়েক বছর আগে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন তিনি।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।