রবিউল ইসলাম লালমনিরহাট লালমনিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (১৬) মার্চ রবিবার সকাল ৭ টার সময় লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা অফিসার্স ইনচার্জ তদন্ত, (ওসি) বাদল কুমার মন্ডল
গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি হলেন মেহের আলী (৫৫)। তিনি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে তৃতীয় শ্রেণির ছাত্রীটি আলু তোলার জন্য খেতে যাচ্ছিল। বাড়ির পাশে একটি তামাকখেতে বসে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে আটক করে তামাকখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা মেহের আলীকে ঘটনাস্থলে আটক করে গণপিটুনি দেন। মেহের আলী একজন পেশাদার চোর। গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ তদন্ত (ওসি) বাদল কুমার মন্ডল জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।
                                                         
                                                     
                                                
                                                
                        
                        