বাদশা আলম শেরপুর (বগুড়া প্রতিনিধি:ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখী সংঘর্ষে দুইজন মারা গেছে। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম শুভ (২০) ও .রিদয় সরকার (২০) ঘটনাস্থলে নিহত হয়েছে। মোটরসাইকেলের আরেকজন আরোহী সারগ ইসলামের (২০) অবস্থা আশংকাজনক। তাকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।
জানা যায়, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনয়িনের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ, সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিদয় সরকার ও মো. শাহিনের ছেলে সাগর ইসলাম ভোটার আইডি কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে পৌছালে বগুড়াগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শুভ ও রিদয় মারা যায় এবং সাগর ইসলাম কে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারও অবস্থা আশংকাজনক। এই নিয়ে ওই এলাকায় গত ৪ দিনে ৬ জনের প্রানহানীর ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়েছি। লাশ শনাক্তপূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।