বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা পৌরসভার ১নং ওয়ার্ডের ভাসাইনগর মহল্লার স্ট্রিট সড়ক বাতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় পশ্চিম ভাসাইনগর মসজিদ সংলগ্ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরিয়ার নজির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান, আব্দুল মান্নান, পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী দিপংকর অধিকারী, জাহাঙ্গীর প্রমুখ।
এসময় বোদা পৌরসভার পশ্চিম ভাসাইনগর মহল্লার ৯০০ মিটার স্ট্রিট সড়ক বাতির উদ্বোধন করা হয়।