ঢাকাTuesday , 18 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিভাসু’তে ২ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

Mahamudul Hasan Babu
March 18, 2025 3:40 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দুই দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সিভাসু যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতায় দুই দিন অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী হাতে কলমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবার উপর প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রাক্তন যুব উপপ্রধান-১ মো: মইনুল ইসলাম, তহবিল সংগ্রহ বিভাগের উপপ্রধান সাইদুর রহমান শাকিব, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের মুক্তদল সদস্য জাহিদুল ইসলাম জিসান ও অরিন্দম চৌধুরী।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম.তামজীদ। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রাথমিক চিকিৎসা কৌশল, যেমন-দুর্ঘটনার প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণ, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), অজ্ঞান ব্যক্তির সেবা এবং অন্যান্য জরুরি সেবার কৌশল রপ্ত করেন।