আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে ঐতিহাসিক বদর দিবস (১৭ রমজান ) উদযাপন ও বাংলাদেশ জমইযাতে হিযবুল্লাহ সম্মেলন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় গাংনী দারুচ্ছুন্নাত খানকায়ে নেছারিয়া ও মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা (খানকা শরীফ) কমপ্লেক্স এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় গন্যমান্যব্যাক্তি আমন্ত্রিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা , দারুচ্ছুন্নাত লিল্লাহ বোর্ডিং,এতিম খানা ও কুটির শিল্প সংস্থা ঐতিহাসিক বদর দিবস উদযাপন করে আসছে।
সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. ওয়াছেক আলী মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, ছারছীনা দরবার শরীফের হুজুর মুফতী শফিউল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শিক্ষার্থীদেও নতুন ছবক প্রদান করেন, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হক। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রুহুল আমিন আশরাফী। খানকা শরীফ প্রাঙ্গনে বিশাল প্যান্ডেল করে ব্যাতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও পবিত্র কোরআনের পাখী (হাফেজ ) ,গাংনী সহ উপজেলার বিভিন্ন গ্রামের কমপক্ষে ৩ হাজার রোজাদার নারী পুরুষ অংশগ্রহন করেন।