বিশেষ প্রতিনিধি : বর্গার টাকা না দেয়া ও জমি জবর দখলে রাখা এবং প্রতারণামূলক রেকর্ড করে নেয়ার অভিযোগ তুলে ঘোপ জেল রোডের ৪ মামার নামে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী যশোর সদর আদালতে ফৌ. কা. বি. আইনে ৪০৬/৪২০/৫০৬(খ)/১০৯ধারায় মামলা হয়েছে। অভিযুক্ত মামারা হলেন যশোর কোতয়ালী থানার ১২নং ঘোপ জেল রোডের মৃত গোলাম রব্বানীর ছেলে ফয়জুল কবির কচি, মোস্তাফিজুর রহমান দুলদুল, রুহুল কবির ও ফকরুল কবির বুলবুল। মামলার বাদী হয়েছেন ভাগ্নে যশোর সদরের পুরাতন কসবার মো. কামরুজ্জামানের ছেলে মো. হাসানুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, উল্লেখিত ৪ মামা বিশ্বাসভঙ্গকারী, অর্থ আত্মসাৎকারী, ঠক, প্রতারক, পরসম্পদ লোভী, ভূমি দস্যু ও দাঙ্গাবাজ। তারা যোগসাজসে ১০৫ নং শেখহাটি মৌজার এসএ ২৮১ নং খতিয়ানসহ আরও ৫টি মৌজার সম্পত্তি বাদীসহ তার অন্যান্য ওয়ারিশগণের প্রাপ্ত সম্পত্তি আসামীগণ একই উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। বাদীর নানা মৃত গোলাম রব্বানীর মৃত্যুয়ান্তে ৫ কন্যা ও ৪ পুত্র রেখে মৃত্যুবরণ করেন। মৃত গোলাম রব্বানীর কন্যা হোসনে আরা জামান তার পুত্র অত্র মামলার বাদী মোঃ হাসানুজ্জামান বাদী হইয়া অত্র মামলা বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। বাদীর নানা গোলাম রব্বানী এবং তার স্ত্রী মৃত্যুবরণের পর তাহাদের ত্যক্ত সম্পত্তি তার ৯ জন ওয়ারিশ প্রাপ্ত হয়েছেন। বাদীর মাতা হোসনে আরা জামান তার প্রাপ্ত অংশ মোতাবেক প্রাপ্ত সম্পত্তি বিভিন্ন খতিয়ানের বিভিন্ন দাগে আসামীদের নিকট বর্গা হিসাবে প্রদান করেন। আসামীগণ বাদীর মাতাকে প্রতি বছর চার লক্ষ টাকা বর্গা বাবদ প্রদান করিত। পরবর্তীতে বাদীর মাতা হোসনে আরা জামান অসুস্থ্য হইয়া পড়িলে আসামীদের নিকট তার দেয়া বর্গাকৃত সম্পত্তি ফেরত চায়। বাদীর নানা গোলাম রব্বানীর নিকট হইতে গত ইং ০২/০৯/১৯৯১ সালে গোলাম মোস্তফা খরিদকৃত ৯২০৮ নং কবলা দলিল মূলে প্রাপ্ত হইয়া ভোগ দখল করেন। উল্লেখ্য বাদীর বড় নানা গোলাম মোস্তফা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করিলে তত্ত্যাক্ত সম্পত্তি বাদীর মাতা সহ অন্যান্য ওয়ারিশগণ প্রাপ্ত হয়। বাদীর মাতা সহ অন্যান্য ওয়ারেশগণ প্রাপ্ত হয়। কিন্তু আসামীগণ শীঘ্রই বর্গাকৃত জমি এবং জমির বর্গাকৃত চার লক্ষ টাকা যাহা বাদীর মাতা প্রাপ্য টাকা দাবী করিলে তাহা পূরণ করিবে বলিয়া প্রতিশ্রুতি প্রদান করে। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হইয়া গেলেও আসামীগণ তাহাদের প্রতিশ্রুতি মোতাবেক বর্গাকৃত জমি এবং বাদীর মাতার প্রাপ্য চার লক্ষ টাকা না দিয়া প্রতারণার আশ্রয় লইয়া নানারকম টালবাহানা মার্কা কথা বলিয়া ঘুরাইতে থাকে। সর্বশেষ মামলার ঘটনার তারিখ ও সময়ে মামলার ঘটনাস্থলে ১নং স্বাক্ষী (কাজী মনিরুল হক) মারফত আসামীগণকে ডাকাইয়া আনিয়া বাদীর মাতা তাহার প্রাপ্য বর্গাকৃত জমি এবং বর্গাপ্রাপ্ত পাওনা চার লক্ষ টাকা চাহিলে আসামীগণ এক ও অভিন্ন উদ্দেশ্যে পরষ্পর সহযোগে প্রকাশ করে যে, “আমরা কোন জমি ও টাকা দিতে পারিব না। পারিলে কোর্ট হইতে আদায় করে নিও।” আসামীগণ বাদীর মাতার অসুস্থ্য ও সরলতার সুযোগ লইয়া এবং প্রতারণার আশ্রয় লইয়া তাহাদের উপর অর্পিত বিশ্বাস ভঙ্গ করিয়া ফৌজদারী ধর্তব্য অপরাধ সংঘটিত করিয়াছে যাহা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ হইতেছে। অত্রসাথ প্রয়োজনীয় কাগজপত্র ফিরিস্তি আকারে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় বিশ্বসভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মামলা করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখিত ৪বিবাদীর বিরুদ্ধে প্রতারণামূলক জমি রেকর্ড ও জবরদখলে রাখার বিষয়ে তার ফুপাতো ভাই ফতেপুর ভায়ানার মৃত সৈয়দ হোসেনের ছেলে মনিরুল আহসান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী যশোর সদর আদালতে আরও একটি মামলা হয়েছে এবং বিজ্ঞ আদলত মামলা দুটি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।