ঢাকাWednesday , 19 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ৩টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

Mahamudul Hasan Babu
March 19, 2025 12:18 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৩টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এসময় ১টি ছাগলের মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরের দিকে জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী রােজিনা খাতুন, ছেলে গফুর আলী ও কামাল হােসেনের বাড়িতে অগ্নিকান্ড ঘটে। এসময় নগদ টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায কামাল হােসেনের একটি ছাগলের মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্তদের একজন গফুর আলী জানান,আমার মা ও আমাদের দুই ভাইয়ের ঘরে আগুন লেগে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রান্না ঘরের চূলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরাে বসতবাড়ি আগুন লেগে এ সর্বনাশ হয়।

এদিকে খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলােকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন।