ঢাকাWednesday , 19 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের দু’দিন পর কর্ণফুলী নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Mahamudul Hasan Babu
March 19, 2025 1:50 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নিখোঁজের দু’দিন পর তার নিথর দেহ রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীর শিলক ডংখাল ষ্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।এর আগে ১৭ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর কোদালা অংশে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিলো। তার নাম মোহাম্মদ সাকিল (১৩)। সে উপজেলার পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
নিখোঁজের স্বজন আবদুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১২টার এক বন্ধুর সাথে গোসল করতে নেমেছিলো সাকিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর থেকে দুইদিনব্যাপী তাকে নদীর বিভিন্ন অংশে খুঁজেও পাওয়া যায়নি। পরে শিলক ডংখাল মুখ এলাকা থেকে নিখোঁজের প্রায় দু’দিন পর তার লাশ উদ্ধার হয়েছে। পরিবারে দুই ছেলে দুই মেয়ের মধ্যে সে সবার বড় সন্তান ছিলো। একইদিন সকাল ১১টার দিকে তার নামাজের জানাজা শেষে লাশ দাফন করা হয়।
এই ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, আগ্রাবাদ থেকে ডুবুরি এনে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। তবে বুধবার সকালে শিলক ডংখাল ষ্টিল ব্রীজ এলাকায় লাশটি ভেসে উঠে।