চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর সিনেমা প্যালস চত্বরে বিকাল ৪টায় নারী ধর্ষণ নির্যাতন, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ জানমালের নিরাপত্তা, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মসিউদ্দৌলা, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড আশোক সাহা, বাসদ( মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ । আরো উপস্থিত ছিলেন সিপিবির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর, বাসদ নেতা হেলাল উদ্দিন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভ্যুথানের যে আকাঙ্খার উপর বর্তমান সরকার গঠিত হয়েছে তার একের পর এক ভুল ও প্রশ্নবিদ্ধ পদক্ষেপ জনগণকে হতাশ করছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হলেও ব্যবস্থার বদল হয়নি, বরং শাপলা চত্বর আর শাহবাগের মতো অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। যে বৈষম্যবিরোধী আন্দোলন জনগণ করেছে সেই জনগণের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনো বন্ধ হয় নি। জনগণের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। অন্যদিকে গত কয়েকদিন দেশের মধ্যে নারী ধর্ষণ,খুন ও নিপীড়নের ঘটনায় জনগণ আতঙ্কিত ও ক্ষুদ্ধ। মাগুরায় শিশু আছিয়া বর্বরভাবে ধর্ষিত হওয়ার ঘটনায় প্রমাণ করে এই সরকার এখনো জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে নি, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার লোকদেখানো বকুনিতে মানুষ অতীতের স্বৈরাচারী শাসকদের প্রতিচ্ছবি দেখা যায়। তাই এই ব্যর্থ উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে।” সম্প্রতি বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের বেতন বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছে। অতীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়েও ইদের আগে শ্রমিকরা তাদের বেতন বোনাসের দাবিতে রাস্তায় নামত। এই সরকারের আমলেও৷ আমরা তার ব্যাতিক্রম দেখছিনা। অবিলম্বে ইদের আগে সব শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। গত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছিলো, জনগণ ভোট দিতে পারেনি। আমরা দেখছি এই অন্তর্র্বতীকালীন সরকার এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে পারেনি।
সমাবেশে বক্তারা নারী ধর্ষণ নির্যাতন বন্ধ, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ জানমালের নিরাপত্তা, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ ও কালবিলম্ব না করে দ্রুত সময়ে নির্বাচনের আয়োজন ঘোষণাসহ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।