ঢাকাWednesday , 19 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

Mahamudul Hasan Babu
March 19, 2025 1:56 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর নবীবনগর এলাকায় যশোর-বেনাপোল সড়কে ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২জন আহত হয়েছে। বুধবার সকালে মহাসড়কে ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হল  গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১১), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের  ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। আহত অপর দুই ব্যক্তি গদখালি ইউনিয়নের বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৬) তার স্ত্রী হালিমা খাতুন (২৭)। নিহত শিশুরত্না খাতুন (১১) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুনের কন্যা। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে  প্রেরণ করা হয়েছে। নিহত ৩ব্যক্তিরা ভ্যান আরোহী ছিলেন।
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে নাভারণ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ও আহদের উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।  এই ঘটনার পর অ্যাম্বুলেন্সে চালক গাড়ি থুয়ে পালিয়েছে। পলাতক অ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের হয়েছে।