ঢাকাThursday , 20 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 20, 2025 10:52 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের নিয়ে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শামীম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, শহর সমন্বয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, পিএসকেএস’র প্রকল্প পরিচালক কামরুজ্জামান,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম , গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন সন্ধানী সংস্থা ও সন্ধানী এন্ড কলেজের পরিচালক আবু .জাফর , সহ বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ, স্যানিটেশন –পয়ঃ নিষ্কাশন কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নে টিএলসিসি’র সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। উন্নয়নমূলক কাজের গুনগত মান বজায় রাখা সম্পর্কে আলোচনা ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। এসময় টিএলসিসি সদস্যরা তাদের ওয়ার্ডের নানা সমস্যা তুলে ধরে প্রকল্প বাস্তবায়নে সুপারিশ করেন। শহর সমন্বয় কমিটির পরামর্শ ক্রমে গাংনী পৌরসভার উন্নয়ন করা হবে বলে প্রশাসক প্রীতম সাহা আশ্বাস দেন।