ঢাকাThursday , 20 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগে দুদকের অভিযান

Mahamudul Hasan Babu
March 20, 2025 10:55 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদারীপুর গণপূর্ত বিভাগে অভিযান চালিয়েছে মাদারীপুর দুদক। সমন্বিত সরকারি অফিসের ১০ তলা ভবন নির্মান কাজ, পুলিশ লাইনস্ এর দেয়াল নির্মান কাজ ও খোদ মাদারীপুর গণপূর্ত অফিসের মূল গেট নির্মাণেও দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকের কাছে। দুর্নীতি দমন কমিশনের নির্দেশে মাদারীপুর দুদকের একটি দল সকাল সাড়ে ১০ টায় গণপূর্ত অফিসে অভিযান শুরু করে। নির্বাহী প্রকৌশলীকেসহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। এছাড়া সংশ্লিষ্ট কাজের নথিও যাচাই বাছাই করার জন্য জব্দ করেছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মানের অভিযোগ পায় দুদক। এছাড়া ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে ব্যাপক অভিযোগ ওঠে। প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্ত অধিদফতরের মাদারীপুরের অফিসে এই অভিযান চালানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ভবনে বাৎসরিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। এমন কি গণপূর্ত অধিদফতরের কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্টজনদের নামে লাইসেন্স ব্যবহার করে এই দফতরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেয়। এই অনিয়মের সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, তৎকালীন উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে মাদারীপুরে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সাথে জোগসাজশে কোটি কোটি ঘুষ গ্রহণ করেছেন এই দুই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে তথ্য প্রমান সংগ্রহ করা হচ্ছে।
দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গণপূর্ত অধিদফতরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদকের অফিসের ৭ সদস্যের টিম কাজ করে। অভিযোগের মধ্যে রয়েছে বহুতল ভবন নির্মানে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলন, বেশ কয়েকটি গেইট নিন্মমানের মালামাল দিয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া সরকারি সমন্বিত ১০ তলা ভবন ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল নির্মানে অনিয়ম ও নিন্মামানের মালামাল সরবরাহ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এসব অভিযোগ যাছাইবাছাই করা হচ্ছে। তথ্য প্রমান সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।