মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল গ্রামে ৫ জনকে পিটিয়ে আহত করে ঘর থেকে বের করে মালামাল বাহিরে ফেলে দেয় প্রতিপক্ষ। প্রবাসীর স্ত্রীর বসতঘর দখল করতে এ ঘটনা ঘটায়। উক্ত ঘটনায় দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ( ১৯ মার্চ) রাতে অতর্কিত লাঠিসোটা দা ছুরি নিয়ে কতিপয় হামলাকারী মমতাজ বেগম ( ৪০), হাসনা বানু (৬০), সাদিয়া সুলতানা ( ২০), স্কুল পড়ুয়া আরেফা আক্তার আন্নী ( ১৭), নুসরাত জাহান (১২) কে পিটিয়ে আহত করে । হামলায় আহত সাদিয়া সুলতানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য পূর্বের দিন ও কয়েকজনকে পিটিয়ে আহত করার খবরও জানা গেছে। আবার তাদের ঘরের মালামাল সব রান্নাঘরের দিকে ফেলে দিয়ে বসতগৃহ দখল নেয়।
ভুক্তভোগী মমতাজ বেগম জানায়, আমার স্বামী সাইফুল ইসলাম প্রবাসে থাকে । গেল বন্যায় ক্ষতিগ্রস্থ হবার পর জামায়াতে ইসলামের নেতাকর্মীরা আমার এই ঘরটি বানিয়ে দেয়। কিন্ত উক্ত ঘরের দিকে নজর পড়ে প্রতিপক্ষ বেলাল ও হেলালদের। ওরা আমার তিন কন্যা ও জ্যা সহ সবাইকে পিটিয়ে বের করে অস্ত্রের মুখে আমাদের ঘর থেকে বের করে মালামাল বাইরে ফেলে দেয়।
বাড়ীর বৃদ্ধা বিবি আয়েশা ( ৭৪) এই বিষয়ে বলেন, জমি পেয়ে থাকলে বাড়ীর ও এলাকার মানুষ ও আইন আদালতের মাধ্যমে সমাধান সম্ভব। এভাবে শিশু নারী- পুরুষের উপর নগ্নভাবে হামলা করার সঠিক বিচার প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ বিষয়ে হামলাকারীদের অন্যতম বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই জমিটি আমাদের, ওরা জোর করে ঘর নির্মান করেছে। উক্ত ঘটনার পর এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সহ মমতাজ বেগম ও তার দেবর ভ্যানচালক আরিফ তার পরিবার নিয়ে একটি রান্নাঘর ও আরেক পরিবার একটি গোয়াল ঘরে অবস্থান করছেন। এই বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, আমরা উভয় পক্ষের চলমান বিভিন্ন অভিযোগাদি গ্রহন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রন সহ সুষ্ট সমাধানের চেষ্টা ও অব্যাহত রয়েছে।