ঢাকাThursday , 20 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে যানজটের ভোগান্তি কমাতে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা

Mahamudul Hasan Babu
March 20, 2025 3:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :  রংপুর নগরীতে ঈদ বাজারে সবচেয়ে বড় ভোগান্তি যানজট। নগরীর প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানির মোড় থেকে টাউনহলের সামনে যেতে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে। ফলে ঈদবাজারে প্রতিদিন নগরবাসীর সময়ঘণ্টা নষ্ট হচ্ছে। নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের কারণে ঈদবাজার করতে আসা নারী-শিশুসহ সব বয়সী মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
ট্রাফিক বিভাগ নগরীর কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে রিকশা ও অটোরিকশাকে অন্য পথে ঘুরিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে। নগরীর যানজট নিরসনে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে রংপুর নগরীর লক্ষী সিনেমা হল মোড়, জীবন বীমা মোড়, লায়ন্স স্কুল এন্ড কলেজ মোড়, সেন্ট্রাল রোডের কাস্টম অফিস সংলগ্ন এলাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মূল শহরে অটোরিকশা চলাচল সীমিত হবে। এতে যানজট কমবে। ঈদে কেনা-কাটা করতে আশা মানুষজনের দুর্ভোগ কিছুটা লাঘব হবে। নগরবাসী যানজট নিরসনে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনিতে সারা বছর নগরীর জাহাজ কোম্পানির মোড় থেকে সিটি করপোরেশন পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজট লেঘে থাকে। ঈদবাজারে এই মাত্রা কয়েকগুণ বাড়ে।
এদিকে, সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। এর মধ্যে অটোরিকশার ৫ হাজার এবং রিকশার ৩ হাজার। কিন্তু নগরীতে অটোরিকশা ও রিকশা চলছে ৩০ হাজারের বেশি। ঈদ উপলক্ষে বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটোরিকশা প্রবেশ করায় এই যানজট আরও তীব্র হচ্ছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুর রশিদ জানান, ঈদ উপলক্ষে আমরা জনবল বাড়িয়ে নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে।