মো: তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবিরাজহাট আল-জামিয়াতুল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ্, বীরগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা’র অধ্যক্ষ মুফতি মাহাতাব উদ্দীন, বীরগঞ্জ জামে মসজিদের খতিব রেদওয়ান, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি সাদেকুল ইসলাম, মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা মুফতি জুবায়ের পরিচালক আল মাদানী।