রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার ২১ মার্চ জেবিএম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার আমীর মাওলানা লবিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোল্লা সেলিম আজাদ, আইচগাতী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হেকমত আলী। ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল আমিন, মাওলানা মতিয়ার রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস, মোঃ আল আমিন মোড়ল, মোঃ আরিফ বিল্লাহ প্রমুখ। তাছাড়া শ্রীফলতলা ইউনিয়নের ০১ ওডার্ডে অনুরুপ ইফতার ও দোয়া মাহফিল, ভবানীপুর প্রাইমারী স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়।স্থানীয় জাময়াত নেতা আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে, প্রধান মেহমান ছিলেন, মাওঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ হুমায়ুন কবির মল্লিক, অধ্যাঃ শাহাদাৎ হোসেন, আবু সাইদ ঢালী, মাস্টার আব্দুল মান্নান শেখ, খাইরুল ইসলাম, আবু সাঈদ, মেগদাদ শেখ, মোঃ মাসুম প্রমুখ।