চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীতে ফ্লাইওভারের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর খুলশী থানার লালখানবাজারে ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, অর্ধগলিত মরদেহটি বস্তায় রেখে ওপরে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়। ওই নারীকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ জানায়, মৃত নারীর বয়স ৩০ কিংবা তার চেয়ে কিছু বেশি হতে পারে। পরণে সালোয়ার কামিজ আছে। শরীরে পচন ধরেছে। চোখে-মুখে কালশিটে পড়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, মরদেহ পচন প্রক্রিয়ার একেবারে সেকেন্ড স্টেজ যেটাকে আমরা বলি, সে অবস্থায় পেয়েছি। অন্তঃত দুইদিন আগে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। বস্তাভর্তি মরদেহটি ফ্লাইওভারের নিচে আইল্যান্ডের মাঝামাঝিতে কম্বল মুড়িয়ে রাখা হয়েছিল। দেখে মনে হবে, ভাসমান লোকজন কেউ ঘুমাচ্ছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করি।
তিনি আরও বলেন,যদিও শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না, তবে মরদেহ যেহেতু বস্তার ভেতরে পাওয়া গেছে, এটা ধরে নিতে পারি যে, তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদনে সবকিছু পরিষ্কার হবে।
ওসি জানিয়েছেন, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কিংবা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে আঙুলের ছাপ নেওয়া হবে।