চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগীর ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের এই বিক্ষোভে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইপিজেড থানা পুলিশ, আনসার ও বেপজা সিকিউরিটি সদস্যরা উপস্থিত থাকতে দেখা যায়। পরে মালিকপক্ষের সাথে বৈঠক করে বেতন দেয়ার আশ্বাসে বিক্ষোভ কর্মসূচী সমাপ্ত হয়।
জানা গেছে, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ ঘোষণা করে। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরকে বেতন ভাতাদি গত ২০ মার্চ ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও কোন শ্রমিক নির্দিষ্ট তারিখে বেতন পায়নি। একটি নোটিশের মাধ্যমে আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করবে বলে জানায় মালিক পক্ষ। শ্রমিকরা এই সিদ্ধান্ত না মেনে আজ ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ও পরবর্তীতে রাস্তা অবরোধ করেছে।