মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি ৬ মাসেও গ্রেফতার করতে পারেনি পীরগঞ্জ থানা পুলিশ। অজানা কারণে মামলার আসামী মতিন চন্দ্র বর্মনকে আটক করছেনা পুলিশ বিষয়টি নিয়ে নানান গুঞ্জন এলাকাবাসির মধ্যে।
জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর গ্রামের এক অসহায় ভুমিহীনের দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রীকে একই গ্রামের জতিন চন্দ্র বর্মনের ছেলে মতিন চন্দ্র বর্মন (৪০)।
বিগত বছরের অক্টোবর মাসে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দিন সকালে নিজ বাড়িতে রান্না করা অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধে ঘরে নিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। ঘটনার পরে তার স্বামী বাদি হয়ে ২১ অক্টোবর থানায় মামলা দায়ের করে।
বড় ভগবানপুর গ্রামের হিন্দু পাড়া ঘুরে কথা হয় স্থানীয় লোকজনের সাথে সেখানকার অনেকেই বলছেন, ধর্ষক মতিন চন্দ্র বর্মন তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন আসামি। এরপরেও পুলিশ তাকে আটক করতে পারছে না। তার পরিবারের সাথে থানা পুলিশেরও যোগাযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবি করছে।
উল্লেখ বাদি ধর্ষণের এজাহার থানায় দেয়, ঘটনার ৭২ ঘন্টা পার হওয়ার কারনে পুলিশ ধর্ষণের চেষ্টা দেখিয়ে মামলা রেকর্ড করে কিন্তু ধর্ষিতা বিজ্ঞ আদালতে গিয়ে সত্য কথা স্বীকার করলে আদালত ৩ মাস পড়ে মেডিকেল পরিক্ষার জন্য তাগিদ দেন। প্রতিবন্ধী ভিকটিম সহজসরল যে কারনে আদালতে গিয়ে সঠিক ভাবে কথা বলেছে, অপরদিকে পুলিশ মেডিকেল টেস্ট করতে নিষেধ করে, ভিকটিম ডাক্তারকেও সত্য কথা বলেছে যে কারণে তাকে মেডিকেল পরিক্ষা নিরীক্ষা করা হয় ৩ মাস পরে। ধর্ষণের উপযুক্ত বিচার চেয়ে ভিকটিম বলেন, ঘটনার দিন ছাড়াও আরো ৩ দিন তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। বিষয়টি প্রকাশ করা হলে তার সন্তান বা স্বামীকে হত্যার হুমকি দিয়ে ছিল ধর্ষক মতিন চন্দ্র বর্মন।
অপরদিকে ধর্ষকের পিতা শ্রী জতিন বর্মনের নামে অনেক জমি থাকা সত্ত্বেও বড় ভগবানপুর হিন্দু পাড়ায় আশ্রায়ণ প্রকল্পে দুটি গৃহ বরাদ্দ পেয়েছে তাদের পরিবারের লোকজন। ধর্ষক প্রভাবশালী হওয়ায় কারনে এলাকার গরিব ও অসহায় মানুষ কে নির্যাতন করলেও কেউ প্রতিবাদ করতে পারে না।
আসামি আটক নিয়ে কথা হয় মামলা তদন্তকারী অফিসার সিদ্দিক মিয়ার সাথে তিনি জানান, চেষ্টা চালিয়ে যাচ্ছি তারপরও আসামির দেখা পাচ্ছি না। তার অবস্থানের ঠিকানা দেন আমরা তাকে আটক করি।