পঞ্চগড় প্রতিনিধি:পতিত আওয়ামী লীগ সরকারের দোসর এবং দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা, জুলুম নির্যাতন এবং ভূমিদস্যু জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (২৩ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-সোনাহার সড়কের বটতলী বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী পরিবার ও মুন্সিপাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনটি আয়োজিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দারা সহ শতাধিক মানুষজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে রাশেদুল ইসলাম রাশেদ দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সদর সাবেক ইউপি সদস্য একেএম মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ইউনিয়নের পূর্ব মুন্সিপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য একেএম মঞ্জুরুল ইসলাম মঞ্জুর উপর নানা অত্যাচার চালিয়ে আসছেন। রাশেদ মিথ্যা মামলার মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং জমি দখল করে তাদের বাড়িছাড়া করেছেন। এছাড়া, তার ইন্ধনে লাবু সরকার নামে একজন ব্যক্তি মসজিদের দোহাই দিয়ে তাদের জমির বিরোধে তাদের একঘরে করে রেখেছে। বক্তারা আরও জানান, তাদের এই জুলুম নির্যাতনের কারণে তারা নিরাপদে বাসায় থাকতে পারছেন না সাবেক ইউপি সদস্য মঞ্জু ও তার পরিবারের সদস্যরা। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ এবং তার সহযোগী লাবু সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।
দেবীগঞ্জ সদর সাবেক ইউপি সদস্য একেএম মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, মোস্তাফিজুর রহমান বাবু আমার নামে ১১৯/১০ বাটোয়ারা মামলা করেছেন। সে মামলাটি ২০১৮ সালে দুইবার খারিজ করে দেয় আদালত। পরে তারা আপিল করার পরে ২০২১ সালে পূনঃ বিচারের জন্য দেবীগঞ্জ সহকারী জজ আদালতে প্রেরন করেন। মামলা চলাকালীন সময়ে ভূমিদস্যু রশিদুল ইসলাম রাসেদ, লিয়াকত আলী গং চারটি দলিল বাদীপক্ষের নিকট থেকে ক্রয় করে নেন। তাদের অভিযোগগুলো আদালতে শুনানীকালে ২০২৩ সালের ১৫ জানুয়ারী পুনঃ শুনানীর পর আদালতে মামলাটি খারিজ হয়ে যায়। একেএম মনিরুল হক অভিযোগ করে আরও বলেন, মোস্তাফিজুর রহমান গং ২০২৪ সালের ২১ এপ্রিল মামলাটি প্রত্যাহার করে নেন। তারা ইতিপূর্বে উক্ত সম্পত্তি কখনোই ভোগদখলে ছিলেন না।
এমদাদুল হক নামে আরেক ভুক্তভোগী মানববন্ধনে বলেন, আমাদের নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। মসজিদের জমি অন্য খতিয়ানে ও অন্য দাগে। তারা বলেন, মসজিদটি নাকি ১শ বছরের পূর্বের। কিন্তু মসজিদের জায়গাটি দানপত্র করেন নাই। আমাদের পরিবারের ভোগদখলীয় ৮ শতক জমি ভূমিদস্যু লাবু মিয়া গং মসজিদের আয়ত্বে জবর দখল করে। এ বিষয়ে আমরা দেবীগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ করি। তখন থানা তাৎক্ষনিক ভাবে ভোগ দখলীয় অংশে মসজিদের কাজ বন্ধ করে দেন। আমাদের দখলীয় জমি থাকার কারনে পুলিশ প্রশাসন কাজ বন্ধ করার কারনে তারা আমাদের পরিবারকে সমাজ থেকে বয়কট করেন। আমরা আওয়ামীলীগের দোসরদের মিথ্যা মামলার প্রতিহিংসার শিকার হচ্ছি। আমরা তাদের মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠ সমাধান চাচ্ছি ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করছি।
মানববন্ধনে দেবীগঞ্জ সদর সাবেক ইউপি সদস্য একেএম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম শাহ, স্থানীয় সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক এবং বঙ্গবন্ধু পরিষদের নেতা রাশেদুল ইসলাম রাশেদ বলেন, তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একারণে তাদের মারধর হামলার শিকার হয়েছি আমরা। কিন্তু কোন রাজনৈতিক আশ্রয় নেয়নি। নিজেরা বাচঁতে আদালতের আশ্রয় নিয়েছি। তারা এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।