মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে পবিত্র রমজান মাসেও জুয়ার আসর বন্ধ হয়নি। টানা কয়েক যুগ ধরে চলমান ওই জূয়ার আসর বন্ধ ছিল জুলাই বিপ্লবের পর মাস খানেক বন্ধ ছিল। তাও আবার জুয়াড়ী দলের নেতা ধর্মদাশপুর উচাপাড়ার আব্দুস সাত্তার এর ছেলে আতোয়ার গ্রেফতার হবার কারনে জুয়ার আড্ডা বন্ধ রাখা হয়েছিল। জামিনে বেরিয়ে এসেই পুলিশের সাথে বিশেষ চুক্তিতে আবারও বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর উচাপাড়া এলাকায় করতোয়া নদীর চরে জমজমাট জুয়ার আসর বসায় সে। এদিকে করতোয়া নদীর চরে টুকুরিয়া ইউনিয়নে পার বোয়ালমারী এলাকায় এক বছর ধরে জুয়ার আসর বসিয়েছে রহিম জুয়াড় দুপুরের পর হতে সন্ধ্যার পর পর্যন্ত জুয়ার আসরগুলো চলে। পবিত্র রমজানেও এসব জুয়ার আড্ডা বন্ধ হয়নি। রোজ তাই জুয়ার আসরেই ইফতার করা হচ্ছে। যার ব্যয়ভার বহন করছে জুয়াড়ীরাই। এদিকে উপজেলার আরও পৃথক ৪ টি স্থানে জুয়ার আসর বসছে জুয়া বসছে নিয়মিত। জুয়া বন্ধে থানা পুলিশের ভুমিকা বরাবর উদাসীন। এদিকে অবাধে জুয়া চলার ফলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি ঘটেছে। রোজ রাতে চুরি ছিনতাইয়ের খবর আসছে। এলাকাবাসী এ অবস্থা থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।