ঢাকাMonday , 24 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
March 24, 2025 9:22 am
Link Copied!

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মমিনুল পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রোববার দুপুরে কন্যা শিশুটির প্রতিবেশী ইসলামের বাসায় যায়, এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিক ভাবে পরিবারের লোকজন মমিনুল কে আটকে রেখে পুলিশকে সংবাদ দেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার এবং শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বীরগঞ্জ থানার ওসি মো: আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত শিশু কন্যার মা রশিদা আক্তারের অভিযোগে ২৭(৩)২৫ নম্বর মামলা রেকর্ড এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।