ঢাকাMonday , 24 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম

Mahamudul Hasan Babu
March 24, 2025 12:01 pm
Link Copied!

পঞ্চগড় সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিজয় চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এখানে আমি উত্তরাঞ্চলের ৩২টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব।
এর আগে তিনি ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। পরে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সারজিস আলমকে স্বাগত জানান। এরপর তিনি দেবীগঞ্জের বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দেন।