ঢাকাMonday , 24 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোনা’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

Mahamudul Hasan Babu
March 24, 2025 5:25 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গাংনীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা ’র আয়োজনে তাঁর বাবা মা ও সন্তানের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আসর কমান্ডের বাড়ির পার্শ্বে গাংনী ঐতিহ্যবাহী ফুটবল মাঠের উত্তর দিকে নব নির্মিত জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুল আলম সোনা শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন এবং তাঁর মরহুম বাবা- মা ও বড় সন্তানের রুহের মাগফেরাত কামনা করে সবার দোয়া প্রার্থনা করেন।
এসময় দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যেমন কামাল হোসেন, গোলাম মোস্তফা, মন্টু, গাংনী পৌর বিএনপির নেতা ইনসারুল হক, আব্দুল্লাহেল মারুফ পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সেক্রেটারী মোজাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ কয়েকজন আমন্ত্রিত মেহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও সোনা ভাইয়ের নিকটাত্মীয় ও প্রতিবেশীগণ সহ শতাধিক শুভাকাঙ্খী ইফতার ও দোয়া মাহফিলে শরিক ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।