ঢাকাTuesday , 25 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে গৃহবধুর আত্মহত্যা

Mahamudul Hasan Babu
March 25, 2025 12:17 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে আমেনা বেগম (২৭) নামের এক গৃহবধূ মঙ্গলবার দুপুর ২টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে জয়লা আলাদি গ্রামের ওসমান আলীর স্ত্রী ও সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
প্রতিবেশীরা জানান, বাড়ির বাহিরে আমেনা সহ আমরা সবাই গল্প করছিলাম। দুপুর ২টার দিকে বাড়ির ভিতরে আমেনার শাশুরি গিয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে বাড়ির ভিতরে গিয়ে দেখি আমেনা বেগম তার নিজ ঘরে তীরের সঙ্গে গলায় ওরনা পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে।
নিহতের আত্মীয় শাপলা খাতুন বলেন, শশুর শাশুরীর সঙ্গে আমেনা বেগমের প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সে আত্মত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা দেখার বিষয়।
এ বিষয়ে শেরপুর থানাঅফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।