আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস -২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাক হানাদার বাহিনী ইতিহাসের সেই ভয়াল কালরাত্রি, বর্বরোচিত,নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নিরস্ত্র নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন এমনকি সাধারন মানুষকে হত্যা করেছিল। সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখায়াত হোসেন, জেলঅ সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসিমা খাতুন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান, টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ।
একইভাবে মঙ্গলবার সকাল সোয়া ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাক হানাদার বাহিনী ইতিহাসের সেই ভয়াল কালরাত্রি, বর্বরোচিত,নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে নিরস্ত্র নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন এমনকি সাধারন মানুষকে হত্যা করেছিল। সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভার শুরুতেই গণহত্যা দিবস নিয়ে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে আলোচনা করেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনর রশিদ উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান , গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হিসাবউদ্দীন, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গাংনী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক কমিটির সচিব মোজাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, উপজেলা তথ্য আপা রিফাত জাহানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।