ঢাকাTuesday , 25 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে ইসরালী গণহত্যার প্রতিবাদে মাদারীপুরে শিক্ষার্থীদের প্রতিবাদ র‌্যালী

Mahamudul Hasan Babu
March 25, 2025 5:12 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:যুদ্ধবিরতি ভেঙ্গে ফিলিস্তিনির উপরে বর্বর ইসরাইল বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ র‌্যালী করেছে মাদারীপুর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় মাদরাসার সামনে থেকে একটি প্রতিবাদ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শকুনী লেকপাড়ে গিয়ে শেষ হয়।
র‌্যালীতে শিক্ষার্থীরা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে শিশু, নারীসহ শত শত মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। র‌্যালী শেষে বক্তব্য রাখেন মাদারীপুর ক্যাডেট মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মো. এনায়েত হোসেন, মাদরাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইল বাহিনীর হামলা বন্ধ এবং তাদের আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্গনের দায়ে বিচার দাবি করা হয় এবং সারা বিশে^র মুসলমানদের এক হয়ে হামলার প্রতিবাদ জানানোর আহবান জানানো হয়। র‌্যালীতে শিক্ষার্থীরা ছাড়াও মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।