এম এ শাহীন, রংপুর: রংপুরের তারাগঞ্জে তৈরি হচ্ছে আন্তরর্জাতিক মানের জুতা তবে কর্মীদের দাবি শ্রম অনুপাতে বেতন/মজুরি কম।
রংপুরের উপজেলার মধ্যে তারাগঞ্জ একটি অবহেলিত ও অননুন্নত উপজেলা। মাত্র ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলাটি। ঢাকা, রংপুর, দিনাজপুর মহাসড়কের রংপুর-সৈয়দপুর সড়কের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
এখানকার বেশীর ভাগের লোকের প্রধান পেশা কৃষি। আর কৃষির মধ্যে চাষ করা ফসল হলো তামাক, আলু, ধান, পাট, ভুট্টা ইত্যাদি। ইতিপূর্বে এ উপজেলায় তামাক চাষ বেশী হলেও বর্তমানে জেলা ও উপজেলা কৃষি অফিসসহ বিভন্ন বেসরকারী সংপঠনের সচেনতার কারণে তা কিছুটা হলেও হ্রাস পেয়েছে।
এ উপজেলায় ভারী কোন শিল্প কারখান গড়ে না উঠলেও বিলিং লেদার নামের একটি আন্তরর্জাতিক মানের জুতা তৈরীর কারখানা আশার আলো দেখিয়েছে এলাকার বেকার পুরুষ ও মহিলাকে। শুধু তারাগঞ্জ না বাহিরের অনেকেও চাকুরী করেছেন এখানে।
উপজেলার কূর্শা ইউনিয়নের ঘনিরামপুর নামক স্থানে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের এ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটিতে মান সম্মত উন্নত মানের জুতা প্রস্তুত করা হয়ে থাকে। এবং এ জুতা সরাসরি অন্যদেশে রপ্তানী হয়।
এটা তারাগঞ্জবাসীর জন্য একটি আনন্দের বিষয়।
কিন্তু এ রপ্তানীযোগ্য প্রতিষ্ঠানে যে সকল ভাই- বোনেরা চাকুরী করছেন তাদের দাবী শ্রম অনুপাতে বেতন কম। বিষয়টি কারখানা কর্তৃপক্ষরে দৃষ্টি আকর্ষণ করছি।