ঢাকাTuesday , 25 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের  জুতা: কর্মীদের দাবি বেতন কম

Mahamudul Hasan Babu
March 25, 2025 5:11 pm
Link Copied!

এম এ শাহীন, রংপুর: রংপু‌রের তারাগঞ্জে তৈরি হচ্ছে আন্তরর্জা‌তিক মা‌নের জুতা তবে কর্মীদের দাবি শ্রম অনুপাতে বেতন/মজুরি কম।
রংপু‌রের উপ‌জেলার ম‌ধ্যে তারাগঞ্জ এক‌টি অব‌হে‌লিত ও অননুন্নত উপ‌জেলা। মাত্র ৫ টি ইউ‌নিয়ন নি‌য়ে গ‌ঠিত এ উপ‌জেলাটি। ঢাকা, রংপুর, দিনাজপুর  মহাসড়‌কের রংপুর-সৈয়দপুর সড়‌কের মধ‌্যবর্তী স্থা‌নে অব‌স্থিত।
এখানকার বেশীর ভা‌গের লো‌কের প্রধান পেশা কৃ‌ষি। আর কৃ‌ষির ম‌ধ্যে চাষ করা ফসল হ‌লো তামাক, আলু, ধান, পাট, ভুট্টা ইত‌্যা‌দি। ই‌তিপূ‌র্বে  এ  উপ‌জেলায় তামাক চাষ বেশী হ‌লেও বর্তমা‌নে  জেলা ও উপ‌জেলা কৃ‌ষি অ‌ফি‌সসহ বি‌ভন্ন বেসরকারী সংপঠ‌নের  স‌চেনতার কার‌ণে তা কিছুটা হ‌লেও হ্রাস পে‌য়ে‌ছে।
এ উপ‌জেলায় ভারী কোন শিল্প কারখান গ‌ড়ে না উঠ‌লেও বি‌লিং লেদার না‌মের এক‌টি আন্তরর্জা‌তিক মা‌নের জুতা তৈরীর কারখানা আশার আ‌লো দে‌খি‌য়ে‌ছে এলাকার  বেকার পুরুষ ও ম‌হিলা‌কে। শুধু তারাগ‌ঞ্জ না বা‌হি‌রের অ‌নে‌কেও চাকুরী ক‌রে‌ছেন এখা‌নে।
উপ‌জেলার কূর্শা ইউ‌নিয়‌নের ঘ‌নিরামপু‌র নামক স্থা‌নে গ‌ড়ে ওঠা আন্তর্জা‌তিক মা‌নের এ জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান‌টি‌তে মান সম্মত উন্নত মা‌নের জুতা প্রস্তুত করা হ‌য়ে থা‌কে। এবং এ জুতা সরাস‌রি অন‌্যদে‌শে রপ্তানী হয়।
এটা তারাগঞ্জবাসীর জন‌্য এক‌টি আনন্দের বিষয়।
কিন্তু এ রপ্তানীযোগ‌্য প্রতিষ্ঠা‌নে যে সকল ভাই- বো‌নেরা চাকুরী কর‌ছেন তা‌দের দাবী শ্রম অনুপা‌তে বেতন কম।  বিষয়‌টি কারখানা কর্তৃপক্ষ‌রে  দৃ‌ষ্টি আকর্ষণ কর‌ছি।