ঢাকাWednesday , 26 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
March 26, 2025 10:35 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কমৃসূচির মধ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা ভূমি অফিস,আটোয়ারী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা কৃষি অফিস,উপজেলা আনসার ভিডিপি,পল্লী বিদ্যুৎ সমিতি, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, বিএম কলেজ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় বীর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক জোড়া কবুতর অবমুক্ত করণ, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছিল অন্যতম। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্লস গাইড,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি)( অ.দা.) এস.এম.ফুয়াদ। বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান. বীর মুক্তিযোদ্ধা জ্যোতিশ চন্দ্র বর্মন প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।