বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় গরীব অসহায় ও প্রতিবন্ধী ২ জন ব্যাক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে তার নগরকুমারীস্থ নিজ বাসভবনে পাঁচপীর ইউনিয়নের আব্বাস আলী ও শালডাঙ্গা ইউনিয়নের আলতাব হোসেন কে হুইল চেয়ার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সহ উপজেলা বিএনপির নেতা কর্মীরা।
ফরহাদ হোসেন আজাদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমসময় বোদা ও দেবীগঞ্জের সাধারণ মানুষের কণ্যাণে কাজ করে যাচ্ছি।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                