আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র শ্রমিক, পেশাজীবী , অ্যাক্টিভিষ্ট ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এনসিপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাদ আসর গাংনীস্থ পূর্ব মালসাদহ গ্রামে বিনোদন কেন্দ্র ধানসিঁড়ি রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতেই ইফতার মাহফিলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয় । পাশাপাশি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির মূখ্য যুগ্ম সমন্বয়ক এ্যাড, সাকিল আহমেদ, মেহেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন, জেলা সমন্বয়ক কমিটির সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন জীবন, জেলা ও উপজেলা শাখার সভাপতি-সেক্রেটারীসহ ছাত্র সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি এ্যাড. শাকিল বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ আওয়ামী সরকার এদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল। সে কারনে এদেশে তাদের রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ।
এছাড়াও দেশের জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,কামাল হোসেন, আব্দুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ,গাংনী উপজেলা শাখার সম্মানিত আমীর ডা. রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী , গাংনী উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা নাজমুল হুদা, জেলা বিএনপির নেতা আব্দাল হক, কাজীপুর ইউপি চেয়ারম্যান ও করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহঃ আলম হুসাইন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজনসহ শতাধিক শুভাকাঙ্খী ইফতার ও দোয়া মাহফিলে শরিক ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম হাফিজ মাওলানা জাহিদুল ইসলাম।