আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:গাংনীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এবং আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে গাংনীতে মহান স্বাধীনতা ও জাতীয় বিস পালিত হয়েছে। বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে গাংনী শহীদ মিনার স্মুতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সকাল ৯ টার সময় গাংনী ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জাতীয় সঙ্গীতের সূরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সেখানে বেলুন উড়ানো হয়। পরে সেখানে কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুঁচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, সরকারী কলেজ, বিএনসিসি সরকারী বালক ও বালিকা বিদ্যালয়, রোভার দল, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গাংনী পুলিশের তদন্ত কর্মকর্তা আল মামুন প্যারেড পরিদর্শন করেন ও সালাম গ্রহন করেন।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ৬-০৪ মিনিটের সময় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বওে শহিদ বীর সেনাদের স্মৃতির প্রতি পুষ্প মাল্য, পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ।
পরবর্তীতে সকাল ৯ টার সময় গাংনী ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ এর আয়োজন করা হয়।অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ,গাংনী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন।
সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ভাষণ প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধার ফুল দিয়ে সংবর্ধিত ও সম্মানিত করা হয়।
এছাড়াও হাসপাতাল, এতিমখানায় উন্নত খাবার দেয়া ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন গাংনী থানার তদন্ত কর্মকর্তা আল মামুন, গাংনী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালিত হয়েছে। পরে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও গিফট প্রদান করা হয়।